১ অক্টোবর, ২০২৫ | ১৬ আশ্বিন, ১৪৩২ | ৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

নাইক্ষ্যংছড়িতে হামলার পাঁচ দিন পর যুবলীগ নেতার বাবার মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাকাটির জের ধরে হামলায় আহত আলী আহমদ (৬২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০জুলাই) সকালে তিনি মারা যান। নিহত আলী আহমদ নাইক্ষ্যংছড়ি ১নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ছৈয়দ আলম কালুর বাবা। ঘটনার পর থেকে রামুর ডাকভাঙ্গা গ্রামের বেলাল আহমদ (২৫) ও লেডু (২৬) পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জুলাই সকাল ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শগ্রাম এলাকায় আলী আহমদের মুদি দোকানে সিগারেট কিনতে গেলে খুচরা টাকার বিষয়ে তাঁর সঙ্গে জনৈক বেলাল আহমদ (২৫) ও লেডুর (২৬) মধ্যে তর্কাতর্কি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বেলালের কিল, ঘুষিতে আলী আহমদ মারাত্মক জখম হয়ে মাটিতে লুটে পড়ে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলী আহমদকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তিনি মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম তৌহিদ কবির বলেন- ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি’। জড়িদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।