৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২ | ৮ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

নাইক্ষ্যংছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন

.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
শুক্রবার ২১ শে জুলাই সকাল ১০ টা থেকে নবায়ন অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানী সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রশিদ, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক ও জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, জেলা মিডিয়া দল নেতা ওমর ফারুক প্রমুখ। এছাড়া সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে পাঁচ ইউনিয়নে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নবায়ন অভিযানে সাচিংপ্রু জেরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন আর দ্বিধা বিভক্তির সময় নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার সকাল ১০টায় বাইশারী বাজার চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মধ্য দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন ঘোষণা করেন এবং ফরম বিতরণ করা হয়।
এর পরপরই বেলা ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানীর বাস ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাকী চার ইউনিয়নে নেতা কর্মীদের হাতে ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ এবং নবায়ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।