বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মো. জসিম উদ্দিন (৩৩) নামে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার জেলার ঈদগড় এলাকার বৈদ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বৈদ্যাপাড়া এলাকার বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু মুছা জানান, রাবার বাগানের মালিক আবুল বাশারকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে বাইশারী তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলে জানান তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।