২ অক্টোবর, ২০২৫ | ১৭ আশ্বিন, ১৪৩২ | ৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির উদ্যোগে ইফতার মাহফিল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (১১জুন) ব্যাটালিয়ন সদরের সৈনিক ম্যাচে আয়োজিত ওই ইফতার মাহফিলে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিজিবির পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল রকিবুল হক পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম, ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গোলাম মো.তানভীর আলী, ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মঞ্জুরুল হাসান খাঁন, ৩১ বিজিবির উপঅধিনায়ক মেজর জিএম সিরাজুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম তৌহিদ কবির।
এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহম্মেদ, প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র সদস্য ইফসান খাঁন ইমন প্রমূখ।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ৩১ বিজিবি জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ নূর আনোয়ার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।