১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২ | ১৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সদস্য সাংবাদিক মুফিজুর রহমানের মায়ের মৃত্যু: বিভিন্ন মহলের শোক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক মানবজমিন, দৈনিক হিমছড়ি, দৈনিক সচিত্র মৈত্রী’র প্রতিনিধি সাংবাদিক মুফিজুর রহমানের মাতা জুহুরা খাতুন (৪৫) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। শনিবার দিবাগত রাত ৩.৪৫ টায় উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী নিজ গ্রামে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (৬মে) সকাল ১১টায় বাইশারী নুরুল উলুম হাফেজ খানাস্থ কেন্দীয় জানাজা মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন মরহুমার বড় ছেলে সাংবাদিক মুফিজুর রহমান।
সাংবাদিক মাতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, ব্যবসায়ী সহ বিভিন্ন মহল।
জানাজা নামাজে অংশ নেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানি, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মো.আবুল বশর নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য মুহাম্মদ তৈয়ব উল্লাহ, মোহাম্মদ ইউনুছ, সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু, সাবেক চেয়ারম্যান ফারুখ আহমদ, এএসআই সোলেমান ভূইয়া, ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আবদুল আলীম বাহাদুর, ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু কাইছার, যুগ্ম সম্পাদক জিয়াবুল হক, এনজিও কর্মী মো: হোসাইন, প্রবীণ আলেম মাওলানা কবির উদ্দিন, মাওলানা রিদুয়ানুল হক, ইউপি সদস্য আবু তাহের, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জলিলুর রহমান, ইউনিয়ন যুব দল আহ্বায়ক জসিম উদ্দিন, শ্রমিক দল সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রমখু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।