১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২ | ১১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

দেড়শ বাংলাদেশিকে ফেরাতে পতাকা বৈঠকে বিজিবি-বিজিপি

Picture1

মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া দেড়শ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি)।

 

বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে সোমবার বেলা পৌনে ১১টার পর এই বৈঠক শুরু হয়। বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। মিয়ানমারের পক্ষে রয়েছেন বিজিপি, দেশটির ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

এর আগে বাংলাদেশ থেকে বিজিবির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল সকাল ১০ টা ৪০ মিনিটে মিয়ানমারে পৌঁছে। এ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। প্রতিনিধি দলে আরো রয়েছেন পুলিশ, ইমিগ্রেশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

 

 

 

দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শেষে শনাক্ত হওয়া ১৫০ বাংলাদেশিকে মিয়ানমার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। শনাক্তকৃতদের মধ্যে নরসিংদী জেলার ৫০ জন, কক্সবাজারের ৩০ জন এবং বাকীরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।