২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি গঠিত

কক্সবাজারে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ সফল করতে বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কমিটি গঠণ করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা এবং আহবায়ক হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

১১ বারের মতো আগামি ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি-২০২৩ পর্যন্ত ৩ দিনব্যাপী এই মেলা আয়োজন করা হবে বলে মতবিনিময় সভায় জানিয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান বাংলা একাডেমী মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

সভায় কবি মুহাম্মদ নুরুল হুদা জানান, দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ এ দেশ-বিদেশের এক হাজারের বেশি কবি অংশ নেবেন। এ মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী একটি শান্তির বার্তা প্রেরণ করা হবে।

কবি ও সাংবাদিক নুপা আলম সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল, কবি আসিফ নূর, কবি আলম তৌহিদ, কবি মানিক বৈরাগী প্রমুখ।

সভায় কবি ও সাংস্কৃতিক সংগঠণের প্রতিনিধি হিসেবে যথাক্রমে শ্যামল ধর,ওয়াহিদ মুরাদ সুমন, রিদুয়ান আলী, নিধু ঋষি, রিশাদ হুদা, কফি আনোয়ার,মোশররব হোসেন, মো. ফয়সল হুদা, মনির মোবারক, কামাল হোসেন, নীলোৎপল বড়ুয়া,মাহদুদুল হাসান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।