৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, সিএনজি জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহর ও শহরের উপকন্ঠে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় একটি সিএনজি, ছোরা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে কক্সবাজার সদর মডেল থানার পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ দক্ষিন বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর এলাকায় একদল চিহ্নিত অপরাধী ডাকাতির প্রস্তুতি নেন।
খবর পেয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাঈদ নুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালায়। ওই সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, ঝিলংজা(অংশ) পাওয়ার হাউজ, হাজী পাড়া, এলাকার মো. রাশেদ(২৫), তারেক আজিজ(২২) ও মো. ফরিদুল আলম(৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি যাহার রেজিঃ নং-কক্সবাজার-থ-১১-৮৭৯২। একটি অত্যাধুনিক স্টিলের টিপ ছোরা, যাহা বন্ধ অবস্থায় লম্বা অনুমান ৫ ইঞ্চি এবং খোলা অবস্থায় লম্বা অনুমান ১৩.৭ ইঞ্চি,। একটি কাচি, যাহা লম্বা অনুমান ০৮ ইঞ্চি,। তিনটি লোহার রড, যাহার মধ্যে ০২টির দৈর্ঘ্য অনুমান ১৬ ইঞ্চি এবং ১ টির দৈর্ঘ্য অনুমান ১৫ ইঞ্চি, পাঁচটি কালো রংয়ের মুখোশ উদ্ধার করা হয়।

পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন আরও বলেন, গ্রেফতারকৃদের কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫০/৫৪৮, ২২ আগস্ট, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।