১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার, সিএনজি জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহর ও শহরের উপকন্ঠে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় একটি সিএনজি, ছোরা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার ভোরে কক্সবাজার সদর মডেল থানার পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ দক্ষিন বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর এলাকায় একদল চিহ্নিত অপরাধী ডাকাতির প্রস্তুতি নেন।
খবর পেয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাঈদ নুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালায়। ওই সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, ঝিলংজা(অংশ) পাওয়ার হাউজ, হাজী পাড়া, এলাকার মো. রাশেদ(২৫), তারেক আজিজ(২২) ও মো. ফরিদুল আলম(৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি যাহার রেজিঃ নং-কক্সবাজার-থ-১১-৮৭৯২। একটি অত্যাধুনিক স্টিলের টিপ ছোরা, যাহা বন্ধ অবস্থায় লম্বা অনুমান ৫ ইঞ্চি এবং খোলা অবস্থায় লম্বা অনুমান ১৩.৭ ইঞ্চি,। একটি কাচি, যাহা লম্বা অনুমান ০৮ ইঞ্চি,। তিনটি লোহার রড, যাহার মধ্যে ০২টির দৈর্ঘ্য অনুমান ১৬ ইঞ্চি এবং ১ টির দৈর্ঘ্য অনুমান ১৫ ইঞ্চি, পাঁচটি কালো রংয়ের মুখোশ উদ্ধার করা হয়।

পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন আরও বলেন, গ্রেফতারকৃদের কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫০/৫৪৮, ২২ আগস্ট, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।