৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ডা: বাপ্পীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

 IMG_0011

কক্সবাজারের স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ও কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ অরূপ দত্ত বাপ্পীর বিরুদ্ধে নানা মুখী অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল সড়কে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই  দীর্ঘ মানবন্ধন করে। মানবন্ধন থেকে শিক্ষার্থীরা জানান, ডাঃ অরূপ দত্ত বাপ্পী একজন স্বনাম ধন্য চিকিৎসক নন, তিনি একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। কক্সবাজারের মানুষ তাঁর সেবা নিতে চায় বলেই এখন একটি চক্র প্রতিহিংসা পরায়ন হয়ে তাঁর মর্যাদা ক্ষুন্নে নেমেছে। একজন শিক্ষক ডাঃ বাপ্পীর পাঠদান থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বঞ্চিত হতে চাইনা এবং আদর্শ শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার মেডিকেল কলেজ শিক্ষার্থীরা কখনো মেনে নিতে পারেনা। যারা ডাঃ বাপ্পীর বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে তাদের শাস্তি দাবী করা হয় মানবন্ধন থেকে।  এসময় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নজিবুল ইসলাম,পৌর স্বাধীনতা চিকিৎসক পরিষদ  কক্সবাজার  কলেজ শাখার সহ সভাপতি ডাঃ শান্তনু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদ ডাঃ নোবেল কুমার বড়–য়া, সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ও মেডিকেল কলেজ শাখার সভাপতি রিপন চৌধুরী। মানববন্ধনের পর  ডাঃ অরূপ দত্ত বাপ্পীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবী জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে আন্দোলনকারীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।