২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করলো ফ্রান্স নাগরিকের পাসপোর্ট

সাত মাস ধরে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো ফ্রান্সের নাগরিক জেসিকার (২৭) হারানো পাসপোর্ট ফিরিয়ে দিয়ে ব্যাপক প্রশংসা পেল ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিষ্ট পুলিশের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। গত ১৩ জানুয়ারি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন জেসিকা।

মঙ্গলবার তিনি কক্সবাজার থেকে চট্টগ্রামে যান। এরপর বিকেলে সিনিয়র এএসপি রায়হান কাজেমীকে ফোন দিয়ে জানান তিনি কক্সবাজারে তার পাসপোর্ট ফেলে এসেছেন।
কোন হোটেলে ছিলেন সেটির নামও বলতে পারেন না। শুধু বলেন, কলাতলি রোড। সিনিয়র এএসপি রায়হান কাজেমী জেসিকাকে আশ্বস্ত করেন, পাসপোর্ট উদ্ধার করে তাকে জানানো হবে।

কাজেমী ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের এএসআই জামাল হোসেনকে এক কনস্টেবলসহ কলাতলির সম্ভাব্য যেসব হোটেলে বিদেশিরা থাকেন এ ধরনের ২০-২৫টি হোটেলে খোঁজ নেয়ার নির্দেশ দেন।

১৮টি হোটেলে অনুসন্ধানের পর হোটেল জিনিয়া রিসোর্টের সাত তলার ঈ-৭ নম্বর কক্ষের খাটের নিচ থেকে জেসিকার পাসপোর্টটি উদ্ধার করা হয়। পরে কাজেমী ফোনে জেসিকাকে পাসপোর্টটি কোথায় পাঠাবেন জানতে চাইলে তিনি জানান, তিনি নিজেই কক্সবাজার এসে পাসপোর্টটি গ্রহণ করবেন।

বুধবার দুপুরে জেসিকার হাতে তার পাসপোর্টটি তুলে দেয়া হয়। ট্যুরিস্ট পুলিশের আন্তরিকতায় মুগ্ধ জেসিকা তার দেশে ভ্রমণের আমন্ত্রণ ও ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।

এ বিষয়ে সিনিয়র এএসপি রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বদা সচেষ্ট। আমরা কক্সবাজারের ১৮টি জায়গায় বিলবোর্ড টানিয়ে আমাদের ফোন নম্বর দিয়েছি। এছাড়া আমাদের ওয়েব পেজেও দেশের যেকোনো পর্যটন এলাকা থেকে যেকোনো ব্যক্তি অভিযোগ ও এসএমএস করতে পারেন’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।