৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

টেকনাফে পিস্তল ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অত্যাধুনিক পিস্তল ও গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ ডিসেম্বর রাত ২টার দিকে মহেশখালীয়াপাড়া এলাকায় এই অভিযান চালায় র‌্যাব—১৫।

র‌্যাব—১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, একটি চক্র মাদক বিকিনিকির গোপন সংবাদ পেয়ে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় র‌্যাবের একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো— হোয়াইক্যং ৯নং ওয়ার্ডের পশ্চিম মহেষখালীয়া পাড়ার হাজী আবু সিদ্দিকের পুত্র আবদুল আমিন (২৮) ও একই এলাকার মো. শরীফের পুত্র দিল মোহাম্মদ (২৮)। এসময় তাঁদের কাছ থেকে ১টি অত্যাধুনিক পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দুজনই অস্ত্র কেনা—বেচার সাথে জড়িত। তাঁরা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দীর্ঘদিন যাবত টেকনাফসহ বিভিন্ন এলাকায় নানা অপরাধ করে আসছে।

তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।