টেকনাফ মডেল থানা পুলিশ ইয়াবা ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৫হাজার ইয়াবা বড়িসহ ১ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এসময় পালিয়ে যাওয়ায় অপর ২সহযোগীকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়- ১৬ফেব্রুয়ারী রাত পৌনে ৯টারদিকে টেকনাফ মডেল থানার এএসআই আলিম উল্লাহ ইয়াবা লেন-দেনের গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় টহল পুলিশ নিয়ে হ্নীলা ইউনিয়নের মোছনীপাড়ায় অভিযানে যায়। ইয়াবা ক্রেতা সেজে পুলিশ দল ঘটনাস্থলে গেলে স্থানীয় আলী জোহারের পুত্র মোঃ শাহজাহান (৩২) ইয়াবা বিক্রির জন্য একটি পুটলা নিয়ে উপস্থিত হলে পুলিশ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। উক্ত পুটলা গণনা করে ৫হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আরো দু‘জনকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার নবাগত ওসি মাইন উদ্দিন উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।