২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

জেলা ফুটবল লীগে চ্যাম্পিয়ন ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা


এম.এ আজিজ রাসেল::জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সফলভাবে সম্পন্ন হয়েছে জেলা ফুটবল লীগ-২০১৭। এবার আসরে ব্যতিক্রম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালিস্ট দল চকরিয়া শেখ জামাল ক্লাব ডিএসএ‘র বরাবর খেলার সময় পিছিয়ে দেয়ার আবেদন করেছিল। কিন্তু টাই অনুযায়ী ফাইনাল খেলা নির্ধারণ হওয়ায় মাঠে আসেনি চকরিয়া শেখ জামাল ক্লাব। এতে দর্শকদের নিরাশ করেনি ডিএসএ ও লীগ পরিচলনা কমিটি। চকরিয়া শেখ জামাল দল ছাড়াই শনিবার বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে মুখোমুখি হয় রামু শতদল বনাম ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা। দুই দলেই বিদেশী ও জাতীয় দলসহ বি লীগের তারকা মানের অনেক খেলোয়াড় অংশ নেন। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোল শূন্য গোলে ড্র হওয়ায় ম্যাচের ফলাফল গড়াই ট্রাইব্রেকারে। পেনাল্টিতে রামু শতদলকে পেনাল্টিতে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শাহজাহান আনছারীর টিম ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা। প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। এদিকে দীর্ঘ ৬ বছর পর একটি শৃঙ্খল ও সুন্দর টূর্ণামেন্ট উপহার দেয়ায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান ক্রীড়া সংগঠক ও সাধারণ ক্রীড়মোদীরা। ফাইনাল খেলা শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে যাচ্ছে মাদক। মাদকের গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। একটি অসাধু চক্র এর জন্য দায়ী। তাই মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি মাঠ সংস্কার ও উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, জসিম উদ্দিন, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, নির্বাহী সদস্য জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, শাহীনুল হক মার্শাল, ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন নান্নু, আমিনুল ইসলাম মুকুল, প্রভাষক জসিম উদ্দিন, খালেদ আজম বিপ্লব, আজমল হুদা, আলী রেজা তসলিম, মহিলা ক্রীড়া সংস্থার খালেদা জেসমিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শাহজাহান আনছারী ও জাহেদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিএসএ’র সদস্য রতন দাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।