২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

জমিদার ও শিক্ষানুরাগী মরহুম আহমদ মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ


এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ঐহিত্যবাহি জমিদার পরিবারের সন্তান ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সমাজসেবক, প্রবীন জমিদার আলহাজ্ব এস.এম. জামাল উদ্দীন আহমদ চৌধুরী প্রকাশ আহমদ মিয়া (মাইজ্যা মিয়ার) ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৯শে অক্টোবর। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ও চট্টগ্রাম শহরের বাসভবনে খতমে কোরান, দোয়া মাহফিল ও তবারক বিতরণসহ নানা কর্মসুচির মাধ্যমে পালিত হবে। ২০০০ সালের ২৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি ১৯৩৪ সালে তাঁর পিতার নামে ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে অবহেলিত কক্সবাজার জেলার শিক্ষা প্রসারে এক অগ্রণী ভূমিকা রেখেছিলেন। একই সাথে তিনি ঢেমুশিয়া জিন্নাত নগর পোষ্ট অফিসের দাতা ও প্রতিষ্টাতা। তাছাড়া সেইসময় তিনি কক্সবাজার ও চকরিয়া কলেজে প্রতিষ্ঠালগ্নে জায়গা দান করে প্রতিষ্ঠিত হয়েছে। তা বর্তমানে পারিবারিক সূত্রে দাতা ও প্রতিষ্ঠাতা।
মাইজ্যা মিয়া সেইসময় এমএলএ পদে তাঁর বড় ভাই আলহাজ কবির আহমদ চৌধুরীকে নির্বাচিত করার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় ছয় দফা আন্দোলন চলাকালে মরহুম মাইজ্যা মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা মরহুম এম.এ আজিজকে সহযোগিতা করেন। তাহার বড় ছেলে আলহাজ্ব এস.এম ছাইফ উদ্দীন আহমদ চৌধুরী চট্টগ্রামস্থ বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর নাতী তরুণ ক্রীড়া সংগঠক সেলিম আসলাম সোহেল বর্তমানে চট্টগ্রাম স্পোর্টস একাডেমী ও শেখ কামাল স্মৃতি সংসদ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি। ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক জানিয়েছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের গ্রামের বাড়ি ও চট্টগ্রাম শহরের বাড়িতে দোয়া মাহফিল, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।