২৭ আগস্ট, ২০২৫ | ১২ ভাদ্র, ১৪৩২ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

জন্মদিনের কেকের টাকা অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহবান সাদ্দামের


নিজস্ব প্রতিবেদক:

নিজের জন্মদিনের কেক ও বাজি কেনার টাকা অযথা খরচ না করে সেই টাকায় নিজের মাকে উপহার কিনে দিতে বা সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

শনিবার দুপুরে নিজের ফেসবুক পেইজে স্টাটাস দিয়ে তিনি এ আহবান জানান।

স্ট্যাটাসে তিনি লিখেন…
“আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত-অনুরাগী, অনুসারী ও ভাই-বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামীকাল আমার জন্মদিন উপলক্ষে কেক কেটে বড় আয়োজন করে আমার জন্মদিন উদযাপন না করে,যে টাকা আমার জন্মদিন পালনের জন্য খরচ হতো সে টাকা দিয়ে সকলের মায়েদের জন্য বাড়িতে কিছু উপহার নিয়ে যাবেন এবং সমাজের অবহেলিত, অসহায়দের পাশে দাড়াঁন। এতেই আমি সবচেয়ে বেশি খুশি হবো। ধন্যবাদ সকলকে।

তাঁর এ স্ট্যাটাসের পর বিভিন্নভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।

রাহুল বড়ুয়া নামে একজন লিখেছেন, এই প্রথম একজন ছাত্রলীগ নেতা দেখলাম কক্সবাজার জেলার মধ্যে, যে কিনা অসহায়, গরিব, মেহনতী মানুষের কথা ভাবে। শুভ কামনা ও আশির্বাদ রইলো প্রিয় ভাই।

রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, মাশা-আল্লাহ, কর্মীদের এই রকম সৎ অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং জন্মদিনের শুভেচ্ছা রইল সাথে অনেক অনেক দোয়া রইল। আসলেই আপনার মতো নেতা দরকার দেশে, ভালো স্লোগান দিতে পারে যে এই রকম নেতার দরকার নাই বরংছে এ রকম নেতার দরকার। আপনার জন্য হাজার হাজার স্যালুট।

ওসমান গনি নামে আরেকজন লিখেছেন, আবারো প্রমাণ হলো সাদ্দাম হোসেন আসলেই বড় মাপের মানুষ ধন্যবাদ তোমাকে ছোট ভাই তোমার সামনের দিনগুলো যেন সুন্দর হয় শুভকামনা রইল তোমার জন্য। এগিয়ে যাও ইনশাআল্লাহ দোয়া ও ভালোবাসা রইলো।

এ ব্যাপারে এস এম সাদ্দাম হোসাইন বলেন, একসময় ফেসবুক ছিলো না বলে কখন জন্মদিন জানাও ছিলো না। এখন ফেসবুক প্রতি বছর মনে করিয়ে দেয় জন্মদিনের কথা। যেহেতু রাজনীতি করি সে হিসেবে প্রতি বছর বন্ধু- বান্ধব, নেতাকর্মীরা (যারা আমাকে ভালোবাসেন) কেক কাটার আয়োজন করে। আর এখন জেলা ছাত্রলীগের দায়িত্ব পাবার পর বিভিন্ন উপজেলা, পৌরসভার নেতাকর্মীরা কেক কাটার জন্য আগ্রহ দেখিয়ে বিভিন্ন আয়োজন করে। আয়োজনে বাজি ফুটানোসহ বিভিন্নভাবে অপচয় করে। বাস্তবে যা আমার পছন্দ না। সেজন্য এবার আগেভাগে এসব টাকা অযথা খরচ না করে সেই টাকায় তাদের নিজেদের মায়ের জন্য উপহার বা সমাজের অবহেলিত, বঞ্চিত, গরিব মানুষের কল্যাণে ব্যয় করার আহবান জানিয়েছি।

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এর জন্মদিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।