চট্টগ্রামের সাতকানিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা বলেছেন,জঙ্গী,সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীরা সমাজ,দেশ ও জাতির শত্রু।ইসলামে জঙ্গী ও সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দেয়না।মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।তিনি আরো বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স।আপনার এলাকার যেকোন ধরনের অপরাধমুলক সমস্যার সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করুন।বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু,জনগণের সেবক।৩ এপ্রিল দুপুর আনুমানিক ১টায় লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্টানে থানার মাঠ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।লোহাগাড়া থানার সুৃযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল।বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ হোছাইন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাংবাদিক জামাল উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী,চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান,কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ,আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, যুব সমাজের অহংকার শহিদুল কবির সেলিম,সাংবাদিক কাইছার হামিদ,সাংবাদিক রায়হান সিকদার,সাংবাদিক কামরুল ইসলাম,কলাউজান ইউপি সদস্য যুবলীগ নেতা সালাহ উদ্দিন সিকদার,ছাত্রলীগ নেতা এনামুল হক রোমান।অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন লোহাগাড়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা জাহেদুল কবির সুমন,আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা এস.এম ইউনুছ,চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান যু্বলীগ নেতা মোহাম্মদ সোলাইমান,চরম্বা ইউপি সদস্য মোহাম্মদ সৈয়দ হোসেন,লোহাগাড়া সদর ইউপি সদস্য মুফিজুর রহমান।অনুষ্টানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ, দফাদার গণ,ইউপির সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দরা উপস্হিত ছিলেন।অনুষ্টান শেষে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।