২১ জুলাই, ২০২৫ | ৬ শ্রাবণ, ১৪৩২ | ২৫ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের

জঙ্গিবাদের থাবা থেকে নারীদের রক্ষা করতে হবে : কৃষিমন্ত্রী

জঙ্গিবাদের থাবা থেকে নারীদের রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে দেশের ১০ জন কৃতী নারীকে ‘অনন্যা শীর্ষ দশ’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

কৃষিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ পুরো পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। মেয়েরা হাতবদল হচ্ছে। এই ধারা থেকে নারীকে বের করে আনতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

পাক্ষিক অনন্যা সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী রোজী এবং অধ্যাপক ড. রওনক জাহান।

বক্তারা বলেন, বর্তমান সরকারের সময় নারীরা অনেক এগিয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আরো সামাজিক ও অর্থনৈতিকভাবে নারীর ক্ষমতায়ন করতে হবে। তার চলার পথের স্বপ্নকে চ্যালেঞ্জ হিসেবে গন্য করে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

কাজী রোজী বলেন, সমাজের সকল স্তরে নারীর পেশাদারিত্ব বেড়েছে। তারা স্বাবলম্বী হচ্ছে। আজকের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা আরো সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

অনন্যা শীর্ষ দশে এবার যারা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন অধ্যাপক ড. পারভীন হাসান (শিক্ষা), ডা. সেলিনা হায়াত আইভী (রাজনীতি), ড. জেবা ইসলাম সিরাজ (বিজ্ঞান গবেষণা), সাবেরী আলম মোতাহের (অভিনয়), নিশা রানী মালাকার (শোলাশিল্প), আশরাফুন নাহার মিষ্টি প্রতিবন্ধী (অধিকারকর্মী), বাসন্তী মুরমু (আদিবাসী অধিকারকর্মী), সুরমা জাহিদ (মুক্তিযুদ্ধ ও গবেষণা), সাবিনা খাতুন (খেলাধুলায়) এবং তাসমিনা আক্তার (অদম্য সাহসী)।

নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন কৃতী নারীকে ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষ দশ সম্মাননা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৩০ জন নারীকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।