১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

জঙ্গিদের জন্য পুনর্বাসন কেন্দ্র খোলার পরামর্শ আইজিপির

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আলাদা পুনর্বাসন কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জঙ্গিবাদ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

আইজিপি বলেন, জঙ্গিরা হাইলি মটিভেটেড। তারা (জঙ্গি) যেখানে যায় সেখানেই তাদের অনুসারী তৈরি করতে চায়। তাই তাদের জন্য আলাদা পুনর্বাসন কেন্দ্র খোলার ব্যাপারে সরকার উদ্যোগ নিতে পারে। যাতে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুলশান হামলার ‘নব্য জেএমবি’ মারজান এবং ‘জঙ্গি’ সাদ্দাম হোসেন নিহত হওয়ায় গুলশান হামলার মামলার কোন বাধা আসবে না। কারণ আমাদের কাছে সব তথ্য আছে। গুলশান হামলার মাস্টারমাইন্ড ‘জঙ্গি’ জিয়াকেও শিগগিরই খুঁজে বের করা হবে।

জঙ্গিদের অর্থায়নের বিষয়ে আইজিপি বলেন, জঙ্গিরা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনে। এছাড়াও তারা দেশে চুরি-ডাকাতি করেও অর্থ সংগ্রহ করে।

দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ক্রিমিনোলজি বিভাগ। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. জিয়া রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মাগার্রিটা কুলোনার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।