৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

ছাত্রনেতা শাকিলের উপর হামলার ঘটনায় সুলতান সহ ১৭জনের বিরুদ্ধে মামলা

বার্তা পরিবেশক: উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার শাকিল (২৪) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে।

উখিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, ৯ই মার্চ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় পালংখালি ইউনিয়নের পূর্ব ফারিরবিলের আবুল কাশেমের দোকানের সামনে জনৈক ব্যাক্তির জানাযার নামাজ পড়ে দাড়ানোর সময়
স্হানীয় আনোয়ার হোসেনের পুত্র বিভিন্ন মামলার পলাতক আসামী, পালংখালির সন্ত্রাসীদের গডফাদার, ইয়াবা সম্রাট সুলতান আহমেদ এর নেতৃত্বে ২০/২৫ জন বিভিন্ন মামলার পলাতক আসামী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাকিলের উপর সশস্ত্র হামলা চালায়।

হামলায় শাহরিয়ার শাকিলকে বুকে, চোখে চুরিঘাত করে মোবাইল মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত শাকিলকে বাঁচাতে তার মামাতো ভাই জূহুর আলম এগিয়ে গেলে স্হানীয় লুৎফর রহমান প্রকাশ লুতুইয়া ডাকাত জূহুর আলমকেও চুরিঘাত করে।

গুরুতর আহত শাকিল কে স্হানীয়রা উদ্ধার করে ঘটনার দিন উখিয়া হাসপাতালে ভর্তি করলে তার শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দেন।

এদিকে সুলতান আহমদের প্রধান সহযোগী লুৎফর রহমান প্রকাশ লুতিয়া ডাকাত কে গ্রেফতার করলে পিলে চমকানো তথ্য পাওয়া যাবে।

এ ব্যাপারে উখিয়া থানায় আহত শাকিলের বড় ভাই আবছার কামাল বাদী হয়ে সুলতান আহমেদকে প্রধান আসামী করে ১০ই মার্চ রবিবার ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যার মামলা নং জি আর ১৫/৯৮।

পালংখালী ইউনিয়নের স্থানীয় জনতার দাবী অবিলম্বে ইয়াবা সম্রাট সুলতান আহমেদ কে গ্রেফতার করলে ইউনিয়নের অপরাধ প্রবনতা কমে যাবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, সুলতান আহমদ প্রকৃতপক্ষে একজন সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, সুলতান আহমদের বিরুদ্ধে থানায় জি আর ২৬৪/১৬, জি আর ১৮১/১৬, জি আর ২৪৯/৮ ধারা সহ বিভিন্ন অপরাধ মূলক মামলা চলমান আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।