১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

চলতি মাসে ঘূর্ণিঝড় হতে পারে

কক্সবাজার সময় ডেস্কঃ চলতি অক্টোবর মাসের প্রথমার্ধে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেবে। তবে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতও হবে।

আবহাওয়ার দীর্ঘ মেয়াদী পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার (০২ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ।

বৈঠকে সেপ্টেম্বর মাসের সংঘটিত আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা হয়। পর্যালোচনাকালে পরিলক্ষিত হয় যে, এ মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ও দিন সংখ্যা পূর্বাভাসের সাথে সংগতিপূর্ণ ছিল।

সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি। আর বৃষ্টিপাতের দিনের সংখ্যা ৩০ দিন। গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। এটি পরবর্তীতে পশ্চিম দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান নেয় এবং ২০ সেপ্টেম্বর মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ০১, ৯-১১ এবং ১৬-১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়। বৃষ্টিপাত, বৃষ্টিপাতের দিন সংখ্যা, মৌসুমি লঘুচাপ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা পূর্বাভাসের সাথে সংগতিপূর্ণ ছিল।

প্রাপ্ত আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এল নিনো/লা নিনা’র অবস্থার বিশ্লেষণ করে অক্টোবর মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

‘অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।’

এ মাসে গঙ্গা, ব্রক্ষ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিক প্রবাহ থাকতে পারে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৪ মি. মি. এবং দৈনিক গড় সূর্য কিরণকাল ৫ দশমিক ৫ ঘণ্টা থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।