১ অক্টোবর, ২০২৫ | ১৬ আশ্বিন, ১৪৩২ | ৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

চরম্বা সৈয়দ সদ্দার জামে মসজিদের জায়গা আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ঘর নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নাছির মোহাম্মদ পাড়া এলাকায় সৈয়দ সদ্দার জামে মসজিদের জায়গা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা জোর পূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির পক্ষে মতওয়াল্লী নাছির মোহাম্মদ পাড়া এলাকার আবদুল শুক্কুর বাদী হয়ে ঐ এলাকার অসি মিয়ার পুত্র আব্দুল করিম, আব্দুস ছোবাহান, আব্দুস ছালাম, নুরুচ্ছফা, নুরুল ইসলাম, রোকিয়া বেগম ও এনামুল হককে বিবাদী করে লোহাগাড়া সহকারী জজ আদালতে সিপিসি ২৯নং অর্ডার ১/২ রোল ১৫১ধারা মতে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দায়ের করেছেন যাহার অপর নং ৮০/১৪। সূত্রে জানা গেছে, চরম্বা মৌজার ৫০২ আরএস ও ৫৬৫ বিএস খতিয়ান আন্দরের ২৫শতক জায়গা উক্ত মসজিদের নামে ভোগ দখলে স্থিত আছেন। কিন্তু ৮আগষ্ট সকালে জায়গার উপর প্রতিপক্ষরা জোর পূর্বক ঘর নির্মাণ করার জন্য পায়তারা চালাচ্ছে। জায়গাটি আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও জোর পূর্বক প্রতিপক্ষরা দখল করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এব্যাপারে মোহাম্মদ মিয়া উক্ত প্রতিবেদককে জানান, তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর এঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। চরম্বা ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসাইন উক্ত প্রতিনিধিকে বলেন, প্রতিপক্ষরা মসজিদের জায়গাগুলোতে বাড়ি নির্মান করেছেন তা সত্যি ঘটনা। তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি বৈঠকের মাধ্যমে সুন্দর সমাধানের আশ্বাস দেন। তিনি আরোও বলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হওয়া স্বত্ত্বও তাকে না জানিয়ে উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন তা সত্যি দুঃখ জনক। মোহাম্মদ মিয়া ও সমশু মিয়া মসজিদ কমিটির সাথে কোন সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান। অন্যাদিকে, অভিযুক্তকারীদের মুঠোফোনে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।