চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চরম্বা ইউনিয়নের উদ্যোগে ২৩ এপ্রিল সকালে আইন শৃংখলা,মাদক,বাল্যবিবাহ নিরোধ ও জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। চরম্বা ইউপির চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সফল সভাপতি,লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান,কক্সবাজারের হোটেল পিংক সোর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহাব উদ্দিন চৌধুরী।
অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানী,ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, ইউপি সদস্যরা যথাক্রমে মোহাম্মদ জসিম উদ্দিন,জয়নাল আবেদীন,এনামুল হক,মোহাম্মদ সৈয়দ হোসেন,মিসেস শিরিন আক্তার ও সদ্য যোগদানকারী আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশ নজির মেম্বার সহ অন্যান্য উপস্হিত সকল নেতৃবৃন্দ। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) বলেন,মাদক ও বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী। এসব সামাজিক ব্যাধী ও জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।