চট্টগ্রাম মহানগরীর ষোলশহর বেবী সুপার মার্কেট এলাকায় গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার বেলা ১১টার দিকে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানায় ষোলশহরের বাসিন্দারা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিল্লুর রহমান জানান, ষোলশহরে গ্যাসলাইনের বিস্ফোরণে খবর পেয়ে নগরীর চন্দনপুরা স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে গেছে। তবে বিস্ফোরণের ব্যাপারে আমরা এখনো বিস্তারিত জানি না।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ষোলশহর এলাকার বেবী সুপার মার্কেটের সামনে ফ্লাইওভারের পাইলিংয়ের জন্য মাটি খোঁড়ার সময় মাটির নিচ দিয়ে যাওয়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের পাইপলাইন কাটা পড়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মচারী-কর্মকর্তা ঘটনাস্থলে না পৌঁছায় গ্যাস নির্গত বন্ধ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এদিকে বেলা দেড়টার দিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কয়েকজন কর্মকর্তা একটি জিপ নিয়ে ঘটনাস্থলে গেলে জনরোষের কবলে পড়ে তারা গাড়ি ফেলে পালিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেটে যাওয়া লাইন থেকে গ্যাস নির্গত হতে দেখা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।