১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ

চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ ১৩ মার্চ

ঢাকা সিটির পর এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রাম নগরীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

রোববার ইসি সচিবালয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, ঢাকাতে স্মার্ট বিতরণ এপ্রিলেও চলবে। আর আগামী ১৩ মার্চ থেকে বিতরণ করা হবে চট্টগ্রাম সিটিতে।

আগমী সপ্তাহে প্রতিদিন দেড় লাখ করে কার্ড উৎপাদন করা হবে। এক্ষেত্রে স্মার্টকার্ড বিতরণের ব্যাপ্তি আরো বাড়বে বলে জানান মোহাম্মদ আব্দুল্লাহ।

স্মার্টকার্ড প্রাপ্তিতে সাধারণ মানুষের বিড়ম্বনার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে ইসি সচিব বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একটি উচ্চাবিলাসী প্রকল্প। দেশের ১০ কোটির বেশি মানুষকে স্মার্টকার্ড সরবরাহ করার মত লোকবল, প্রযুক্তিগত সাপোর্ট আমাদের নেই।

তিনি আরো বলেন, বর্তমানে যে অবস্থা তাতে ২০১৮ সাল নাগাদ ছাপাতেই সময় লাগবে। প্রান্ত্রিক পর্যায়ের মানুষের কাছে কার্ড পৌঁছাতেও একটু সময় লাগবে।

প্রসঙ্গত, বর্তমানে ঢাকায় স্মার্টকার্ড বিতরণ চলছে। এটি সংগ্রহে চরম ভোগান্তিতে পড়ছেন নাগরিকেরা।

এছাড়া ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে ২০১৫ সালে ৯ কোটি নাগরিকের কার্ড তৈরির চুক্তি করেছিল ইসি।

বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ১৭ লাখের মত। সরকারি অর্থায়নে অতিরিক্ত এসব কার্ড ছাপানো হবে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।