২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনা, এএসআই প্রত্যাহার

কক্সবাজারসময় ডেস্কঃ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় বুধবার (১৩ মার্চ) বিকালে ফোর এইচ গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করা হচ্ছিল। সেই ছবি ধারণ করতে গেলে ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়। নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসআই শরীফুল বায়েজিদ বোস্তামি থানায় কর্মরত ছিলেন। তাকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনা সর্ম্পকে জুয়েল শীল সাংবাদিকদের জানান, পুলিশ বিক্ষোভকারী নারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করছিল। ওই ছবি তিনি ধারণ করতে গেলে এএসআই শরীফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য বাধা দেন। একপর্যায়ে তারা ক্যামেরা কেড়ে নেন এবং সব ছবি ডিলিট করে দেন। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়।

পুলিশ কর্মকর্তা বিজয় বসাক এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়েছে এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। এ ঘটনায় এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বায়েজিদ জোনের সহকারী কমিশনারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্র- বাংলা ট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।