৪ অক্টোবর, ২০২৫ | ১৯ আশ্বিন, ১৪৩২ | ১১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাম্পান বাইচ

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে সাম্পান খেলা (সাম্পান বাইচ) ১৪২৪ সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নগরীর অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ পর্যন্ত এক কিলোমিটার নৌ পথে এই সাম্পান বাইচ অনুষ্ঠিত হয়।

এক কিলোমিটার নৌপথ মাত্র সাত মিনিটে অতিক্রম করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীর আলম শাহেদ মাঝির দল।

প্রথম রানার্স আপ হয়েছে  মাওলানা ইসমত উল্লাহ শাহ এর সাম্পান।দ্বিতীয় রানার্স আপ হয়েছেন খাজা গরীবে নেওয়াজ ব্লকের পাড় ফজল মাঝির সাম্পান।

সাম্পান খেলা উপলক্ষে সকাল থেকেই কর্ণফুলী নদীর উভয় তীরে সাজ সাজ রব পড়ে যায়। হাজার হাজার নারী পুরুষ নদীর তীরে দাঁড়িয়ে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। ভাটার টান বেশি থাকায় এবার বিকেল ৫টায় সাম্পান খেলা অনুষ্ঠিত হয়। সাম্পান খেলা উদ্বোধন করেন চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ছাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড় উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান, সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদ প্রমুখ।

 
অতিথিরা বলেন, সাম্পান খেলার এই বিরাট আয়োজনের মাধ্যমে আমরা মানুষকে একটি বার্তা পৌঁছানোর চেষ্টা করছি, কর্ণফুলী আজ কঠিন রোগে আক্রান্ত। দখল দুষণের তাণ্ডবে দীর্ঘশ্বাস ফেলছে কর্ণফুলী। দেশের অর্থনীতিকে সচল রাখতে কর্ণফুলীকে সচল রাখতে হবে। আমরা সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার মাধ্যমে কর্ণফুলীর এই দীর্ঘশ্বাসকে মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করছি।

চৌধুরী ফরিদ বলেন, সিডিএ, সিটি করপোরেশন ও বন্দরকে সম্মিলিতভাবে কর্ণফুলী রক্ষার কার্যক্রম গ্রহণ করতে হবে। অন্যথায় আমাদের জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা তাই করবো।

চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান বলেন, কর্ণফুলী রক্ষায় সচেতন মানুষ নিরব। সাম্পান মাঝিরাই বৈঠা হাতে নদীতে নেমেছে। এই আন্দোলন সফল হবেই।

সাম্পান খেলা শেষে চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা শুরু হয়। সনজিত আচার্য্যের পরিচালনায় সংগীত পরিবেশন করেন গীতা আচার্য্য, ফাল্গুনি, মিলন আচার্য্য প্রমুখ। পলিয়ন মোবাং এর পরিচালনায় আদিবাসি নৃত্য পরিবেশন করেন বিথি ত্রিপুরা, অতিথি ত্রিপুরা, সুখি ত্রিপুরা ও উজ্জল ত্রিপুরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।