চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার নতুনপাড়া এবং ফায়ার সার্ভিস এলাকা থেকে পৃথক অভিযানে ১৫ হাজার ইয়াবা ও চারশ লিটার মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নতুন পাড়া এলাকা থেকে ১৫ হাজার ইয়াবাসহ মো. সাহাবুদ্দিন (৩৪) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে।
সাহাবুদ্দিন জোরারগঞ্জ থানার উত্তর সোনা পাহাড় এলাকার ফয়েজ আহমদের ছেলে। তিনি নগরীর বালুছড়া কাসেম কোম্পানি বাড়ি এলাকায় থাকেন।
“জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানায়, সে বায়েজিদ এলাকার একটি পোশাক কারখানায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে। বায়েজিদ এলাকার এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা নিয়ে ফটিকছড়ির শেখ আহমদ নামের এক ব্যক্তিকে পৌঁছে দিতে যাচ্ছিল। ”
সকালে পৃথক অভিযানে ফায়ার সার্ভিস এলাকা থেকে ৪০০ লিটার চোলাই মদসহ বাচা মিয়া (৩৫) নামের অন্যজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মহসিন বলেন, একটি প্রাইভেট কারে মদ নিয়ে যাওয়ার খবরে অভিযান চালিয়ে বাঁচা মিয়াকে তারা গ্রেপ্তার করেন। তার সঙ্গের প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
এ দুই ঘটনায় বায়েজিদ থানায় পৃথক মামলা হয়েছে বলে জানান ওসি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।