
চট্টগ্রামে করোনা পরীক্ষার প্রধান ল্যাব বিআইটিআইডি জীবাণুমুক্ত করার কাজ চলছে। এ কারণে ল্যাবটি গতকাল থেকে তিনদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া অপর তিনটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৮৯টি নমুনা পরীক্ষায় ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগী ২ হাজার ৫৮৩ জন।
নতুন করে ১৫৯ জনের করোনা শনাক্তের বিষযটি শুক্রবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান। নতুন আক্রান্তদের মধ্যে ১১৫ জন নগরের এবং ৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন বলেন, ২৪ ঘন্টায় ১৫৯ জন আক্রান্তের মধ্যে ৯৭ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে এবং ৬১ জন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের বাসিন্দা একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদিন চমেক, সিভাসু এবং কক্সবাজার ল্যাবে যথাক্রমে ২৩১, ১৪১ এবং ১৭ টি নমুনা পরীক্ষা করা।
চট্টগ্রামে গতকাল পর্যন্ত সুস্থ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২০৫ জন। আর এ পর্যন্ত করোনায় প্রাণ হারান ৭২ জন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।