
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন দুটি এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার দক্ষিণ শহীদনগর এলাকার মো. ফোরকান (৩৪), মধ্যম শহীদ নগর এলাকার রাজীব (২৩) ও পূর্ব শহীদ নগর এলাকার হারুন (৩২)।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, চট্টগ্রামের একটি অপরাধীচক্রের দলনেতা মো. ফোরকান। গ্রেপ্তার অন্য দুইজন ফোরকানের সহযোগী হিসেবে কাজ করতেন।
প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগর এলাকা থেকে গ্রেপ্তার হয় ডাকাতি চেষ্টা ও হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ফোরকান। এরপর তার দেওয়া তথ্যে আতুরার ডিপো মৃদ্দা পাড়া এশিয়াটিক কলোনিতে অভিযান চালিয়ে রাজীব ও হারুনকে গ্রেপ্তার করা হয়। পৃথক এই দুটি অভিযানে তিনজনের কাছ থেকে দুটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।