৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২৫ ভাদ্র, ১৪৩২ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার হাফেজ নগরে হাইজিন কিট বিতরণ করলেন সিভিল সার্জন

কোভিড-১৯ প্রতিরোধে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকার হাফেজ নগর ও তক্তার পুল এলাকার হতদরিদ্র, গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, রিক্সা শ্রমিক, কাজের বুয়া, প্রতিবন্ধী ও পাঁচ বছরের নিচে শিশু আছে এমন ৯০টি পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ১৫ মে ২০২০ ইং শুক্রবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি চট্টগ্রাম আর্বান (কর্ণফুলী মেট্টো) আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন কিট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্তা¡বধায়ক সুজন বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার খ্রীষ্টপার কুইয়া, শিশু সুরক্ষা অফিসার অশেষ রেমা ও জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার। পরিবার প্রতি বিতরণকৃত হাইজিন কিট সামগ্রীর মধ্যে ছিল- গোসল করার সাবান ১০ পিস, নাক ও মুখ ঢাকার মাস্ক ৫০ পিস, ব্লিচিং পাউডার ১ কেজি, কাপড় কাচার গুড়া সাবান ১ কেজি, স্যানিটারী প্যাড ৪ প্যাকেট ও প্লাস্টিকের মগ ১টি।

হাইজিন কিট বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা একটি ঘাতক মহামারী। এ ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলতে হবে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। করোনা থেকে বাঁচতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।