২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

চকরিয়ায় সাংবাদিক ওমর আলী জামিনে মুক্তি লাভ

Omar ALi Chakaria

অবশেষে ৩৮দিন কারাভোগের পর রোববার বিকেলে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেছেন চকরিয়ার সিনিয়র সাংবাদিক এএম ওমর আলী। গত ১১মার্চ তাকে চকরিয়া পৌরশহরের বাবুমিয়া বাজারের একটি অফিস থেকে চকরিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার।
জানা গেছে, গত ১১মার্চ রাতে চকরিয়া পৌরশহরের বাবুমিয়া বাজারস্থ একটি অফিসে বসে পত্রিকায় নিউজ পাঠানোর সময় চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে একদল পুলিশ সাংবাদিক ওমর আলীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ ছিলনা থানায়।
ওইদিন স্থানীয় সাংবাদিকরা তাকে থানা থেকে ছেড়ে দেয়ার জন্য দাবি জানিয়ে ছিলেন। পুলিশ সাংবাদিক ওমর আলীকে কী কারণে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষনিক কোন সুদত্তর দিতে পারেনি। এরপর থেকে সাংবাদিক ওমর আলী গ্রেফতারের প্রতিবাদে চকরিয়ার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠে। কিন্তু রাজনৈতিক অদৃশ্য শক্তির কারণে সাংবাদিক ওমর আলীকে মিথ্যা মামলায় আসামী দেখিয়ে জেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন কর্মরত সাংবাদিকরা। অভিযানের পরদিন পুলিশ সাংবাদিক ওমর আলীকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় অন্যদের সাথে গ্রেফতার দেখিয়ে অজ্ঞাতনামা আসামী হিসেবে জেলহাজতে পাঠিয়ে দেন। দীর্ঘদিন আইনী লড়াই শেষে রোববার তিনি কক্সবাজার জেলা জজ আদালর্ত থেকে তিনি জামিন পান। গতকাল রাতে সাংবাদিক ওমর আলী চকরিয়া এসে পৌছলে সহকর্মীরা ফুলদিয়ে সংবর্ধনা জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।