২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

চকরিয়ায় বসতভিটা জবরদখলে হামলা-ভাংচুর: স্বামী-স্ত্রীকে পিঠিয়ে জখম

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় বসতভিটার জায়গা দখলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারী দুবৃর্ত্তদেরকে বাঁধা দিতে গেলে বাড়ির গৃহকর্তা ও স্ত্রীকে বেদড়ক পিঠিয়ে জখম করা হয়েছে। আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল ১৬ অক্টোবর আহত গৃহকর্তা বাদি হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, ডুলাহাজারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী রিনা আক্তার ডুলাহাজারা মৌজার চৌহদ্দিভুক্ত চার শতক জমি রেজিস্ট্রি মূলে প্রকৃত জমির মালিক থেকে ক্রয় করেন। পরে সেখানে একটি টিনসেট বসতবাড়ী নির্মাণ করেন।
আক্রান্ত পরিবার সদস্যরা জানান, রিনা আক্তারের ক্রয়কৃত ওই জায়গার ভেতর স্থানীয় বাবুল ও আমির হোসেন নিজেদের জায়গা আছে দাবি করে বেশ কিছুদিন ধরে দখলের জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ শনিবার রাতে বাবুল ও আমির হামজার নেতৃত্বে ৬/৭জনের একটিদল হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।
ঘটনার সময় বাধাঁ দিতে গেলে গৃহকর্তা নুরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী রিনা আক্তারকে (২৩) বেদড়ক পিঠিয়ে জখম করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্ত করার জন্য থানার এসআই এনামুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।