২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়ায় পৃথক ঘটনায় গলায় ফাঁস লাগিয়ে উপজেলা চেয়ারম্যান বসতবাড়ি পাহারাদার ও কলেজ ছাত্রের আত্মহত্যা

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পৃথক ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি জাফর আলম বিএ(অনার্স)এম এ নিজ বাড়ির পাহারাদার নুরুল হোসেন (৪৫) ও কলেজ পডুয়া ১ম বর্ষের ছাত্র সাঈদ মোহাম্মদ সেমিম (১৯) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। চকরিয়া থানা পুলিশ পৃথক ভাবে লাশ দুটি উদ্ধার করেন।১৬সেপ্টেম্বর ভোর রাতে চকরিয়া পৌরসভা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের পালাকাটা আকবরিয়া পাড়া গ্রামের মৃত খুইল্যামিয়ার পুত্র ও উপজেলা চেয়ারম্যানের বসতবাড়ি পাহারাদার নুরুল হোসেন (৪৫) তার বেড়রুমে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।নিহত নুরুল হোসেনের পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দিলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার উপ-পরিদর্শক(এস আই)গৌতম সরকার রায় ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে নিহত নুরুল হোসেনের পুত্র সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন যার(মামলা নম্বর: ১০/১৭)।
অপর ঘটনায় চট্রগ্রামের লোহাগাড়াস্থ মোস্তফিজুর রহমান কলেজের ১ম বর্ষের ছাত্র ও চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা রোড়ের মীর কাসেমের পুত্র সাঈদ মোহাম্মদ সেমিন (১৯) নামের এক ছাত্রেরর শনিবার সকাল ৮ টার দিকে তার বসবাড়ি থেকে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।পুলিশ খবর পেলে থানার উপ-পরিদর্শক(এস আই)আবদুল খালেক নেতৃত্বে সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নিহত ছাত্রের লাশটি উদ্ধার করেন।স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, নিহত নুরুল হোসেন তার স্ত্রীর ও পরিবারের সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিল। মুলত এর জের ধরেই এ আত্মহত্যা হতে পারে বলে পুলিশকে জানিয়েছে। অপরদিকে নিহত ছাত্র সেমিমের পরিবারের দাবী সে প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত্রে খাবার খেয়ে অন্য আরেকটি বেড়রুমে ঘুমাতে যায়।সকাল ৭টার দিকে যখন সে ঘুম থেকে জাগ্রত হয়নি এবং ঘরের দরজা বন্ধ থাকার কারেণ পরিবারের সদস্যদের সন্ধহের সৃষ্টি হয়।পরে বাড়ির জানালা দিয়ে দেখতে পাই সেমিন তার রুমে গলায় ওড়না পেছানোবস্থায় ঝুলিয়ে রয়েছে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।তবে তার আত্মহত্যার বিষয়টি প্রেম ঘটিত বলে ধারণা করেছেন পুলিশ।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেন।নিহত নুরুল হোসেনের লাশ ময়না তদন্ত করে মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।এ ছাড়া নিহত ছাত্র সেমিনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাছে আবেদন করেছে।আবেদন মন্জুর করা হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।