১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপির অনন্য অবদানে সকলে পঞ্চমুখ

চকরিয়া মহিলা ডিগ্রি কলেজে অর্নাস র্কোস চালু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ ও চকরিয়া আবাসিক মহিলা কলেজ ক্যাম্পাস।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের একান্ত প্রচেষ্ঠায় অবশেষে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে ৩টি বিষয়ে অর্নাস কোস চালু হয়েছে। গত ২২ অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরির্দশক ডক্টর মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে চকরিয়া আবাসিক মহিলা কলেজে অর্নাস র্কোস চালুর বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়।
চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর আবেদনের প্রেক্ষিতে জাতীয় বিশ^বিদ্যালয়ের ৮৭তম সভার সিদ্বান্তের আলোকে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে ¯œাতক (সম্মান) শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত অর্নাস র্কোসের আওতায় এখন থেকে চকরিয়া আবাসিক মহিলা কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে এবং লেখাপড়া করতে পারবে। তিনি বলেন, জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ চকরিয়া মহিলা কলেজে অর্নাস কোর্স চালু করতে অনুমোদন দেয়া অনুলিপির কপি ইতোমধ্যে তিনি পেয়েছেন। পাশাপাশি এ সংক্রান্ত অনুমোদন কপি কলেজেও পাঠানো হয়েছে।
এদিকে সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের অনন্য অবদানে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে অর্নাস র্কোস চালু হওয়ায় কলেজের অধ্যক্ষ এসএম মনজুর, কলেজের সকল শিক্ষকমন্ডলী, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক মহল ও চকরিয়া উপজেলার সচেতন সুধী সমাজ হাজি মোহাম্মদ ইলিয়াছকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।