১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপির অনন্য অবদানে সকলে পঞ্চমুখ

চকরিয়া মহিলা ডিগ্রি কলেজে অর্নাস র্কোস চালু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ ও চকরিয়া আবাসিক মহিলা কলেজ ক্যাম্পাস।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের একান্ত প্রচেষ্ঠায় অবশেষে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে ৩টি বিষয়ে অর্নাস কোস চালু হয়েছে। গত ২২ অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরির্দশক ডক্টর মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে চকরিয়া আবাসিক মহিলা কলেজে অর্নাস র্কোস চালুর বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়।
চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর আবেদনের প্রেক্ষিতে জাতীয় বিশ^বিদ্যালয়ের ৮৭তম সভার সিদ্বান্তের আলোকে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে ¯œাতক (সম্মান) শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত অর্নাস র্কোসের আওতায় এখন থেকে চকরিয়া আবাসিক মহিলা কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে এবং লেখাপড়া করতে পারবে। তিনি বলেন, জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ চকরিয়া মহিলা কলেজে অর্নাস কোর্স চালু করতে অনুমোদন দেয়া অনুলিপির কপি ইতোমধ্যে তিনি পেয়েছেন। পাশাপাশি এ সংক্রান্ত অনুমোদন কপি কলেজেও পাঠানো হয়েছে।
এদিকে সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের অনন্য অবদানে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে অর্নাস র্কোস চালু হওয়ায় কলেজের অধ্যক্ষ এসএম মনজুর, কলেজের সকল শিক্ষকমন্ডলী, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক মহল ও চকরিয়া উপজেলার সচেতন সুধী সমাজ হাজি মোহাম্মদ ইলিয়াছকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।