৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

চকরিয়া-পেকুয়ার পরিবেশ শান্ত থাকায় উপজেলা চেয়ারম্যানের প্রশংসা করলেন সেতুমন্ত্রী

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বিএনপি চেয়ারর্পাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষনার দিন এবং আগের ও পরে দিন থেকে বর্তমান সময় পর্যন্ত চকরিয়া-পেকুয়া উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক এবং শান্ত পরিবেশ অক্ষুন্ন রাখতে সক্ষম হওয়ায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের প্রশংসা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে মন্ত্রী ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছেন। পরে তিনি পর্যটন শহরের তারকামানের হোটেল দ্যা কক্স টুডে তে অবস্থান করেন। ওইসময় তাঁর সাথে সাক্ষাত করতে গেলে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমকে দেখে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চকরিয়া-পেকুয়া উপজেলার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কোন ধরণের ঘটনা না ঘটার জন্য উপজেলা চেয়ারম্যানের প্রশংসা করেন মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম সাক্ষাতকালে ওইসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহিম, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জাফর আলম সিআইপি প্রমুখ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।