
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া ও লোহাগাড়া উপজেলার অভিজাত রেস্তোরা চুনতি বনপুকুর এলাকার মিডওয়ে ইন ও ফোর সিজন হোটেল এবং চকরিয়া উপজেলার ইনানী রিসোর্টকে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে বিক্রয়ের দায়ে সাড়ে ৭লাখ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান।
সোমবার দুপুরে র্যাব- ৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রহুল আমিন ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারে স্যানেটরি পরির্দশক তরুণ বড়ুয়া ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী এবং র্যাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
কক্সবাজার র্যাব-৭ এর অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, মহাসড়কের অভিজাত হোটেল মিডওয়ে ইন ও ফোর সিজন রেস্তোরায় মেয়াদ উত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ার অভিযোগ পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়। অপরদিকে একইদিন চকরিয়া উপজেলার ইনানী রির্সোটে অভিযান চালানো হয়। তিনটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৭লাখ টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বলেন, হোটেলগুলোর পরিবেশ উচ্চমানের করলেও ভেতরে চলছিলো অস্বাস্থ্যকার ও নিন্মমাসের খাবার পরিবেশন। একই সাথে প্রতিষ্ঠান গুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে অধিকমূল্য নেয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।