
চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রবাসি পরিবারের বসতিবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে মেয়ের বিয়ের জন্য বিদেশ থেকে পাঠানো অন্তত ২০ ভরি স্বর্ণালঙ্কার, মুল্যবান আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রায় ২০লাখ টাকার মালামাল আগুনে ক্ষতিসাধন হয়েছে পরিবারটি। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া গ্রামের প্রয়াত আওয়ামীলীগ নেতা সিরাজুল হক মেস্ত্রীর বাড়িতে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। এদিকে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে বাড়িটি সম্পুর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির সাধারণ সম্পাদক মনির উদ্দিন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে প্রয়াত আওয়ামীলীগ নেতা সিরাজুল হক মেস্ত্রীর ছেলে দুবাই প্রবাসী আলমগীর ও তাঁর ছোটভাই যুবলীগ নেতা হেলাল উদ্দিন মানিকের যৌত বাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। মুর্হুতে আগুনের লেলিহান শিখা বাড়ির ভেতর থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্থ পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, কয়েকদিনের মধ্যে বাড়ির গৃহকর্তা প্রবাসী আলমগীর মেয়েকে বিয়ে দিচ্ছিলেন। এ ব্যাপারে বরপক্ষের সাথে কথাবার্তা চুড়ান্তও করা হয়েছে। সেই জন্য বিদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও দামী আসবাবপত্র এবং কাপড়চোপড় পাঠানো হয়। কিন্তু অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির ভেতর থাকা সব ধরণের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গৃহকর্তা প্রবাসী আলমগীরের ছোটভাই যুবলীগ নেতা হেলাল উদ্দিন মানিক জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাঁর বাড়িটি সম্পুর্ণরূপে পুড়ে গেছে। এতে অন্তত ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, দামি আসবাবপত্র ও কাপড়চোপড়সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, একমাস আগে বৈদ্যুতিক সটসার্কিট থেকে একইভাবে প্রবাসীর এ বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওইসময় বাড়ির একটি টেলিভিশন আগুনে পুড়ে গেলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। বৃহস্পতিবারের অগ্নিকান্ডের ঘটনায় বাড়িটি একেবারে পুড়ে গেছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।