
কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় ফার্ণিচারের দোকান ও কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তৈরী করা ফার্ণিচার ও কাঠ পুড়ে আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক আবদুল খালেক সওদাগর দাবী করেছেন। তবে এ সময় কেউ আহত হয়নি
ক্ষতিগ্রস্থ দোকান মালিক আবদুর খালেক সওদাগর বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কর্মচারীরা দোকানে শুয়ে পড়ে। রাত তিনটার দিকে আগুন ধরে গেলে দোকানে ঘুমানো কর্মচারীদের গরম অনুভূত হলে তারা চিৎকার শুরু করে দোকান থেকে বেরিয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার দোকান ও কারখানায় আনুমানিক বিশ লক্ষ টাকার তৈরী ফার্ণিচার ও ছিরাই করা কাঠ ছিল। ঘরসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।
চকরিয়া ফায়ার ষ্টেশন ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার জিএম মহিউদ্দিন বলেন, খবর পাওয়ার সাথ সাথে ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।