৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১৫ আশ্বিন, ১৪৩২ | ৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে সুন্দর ও সুষ্টভাবে অডিট কার্যক্রম সম্পন্ন

রায়হান সিকদার,(লোহাগাড়া): সরকারীকরণে অন্তর্ভূক্ত হওয়ায় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে অডিট কার্যক্রম অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ২১সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের হল রুমে অডিট কার্যক্রম সুন্দরভবে সম্পন্ন করা হয়। এতে অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড(মাউশি)`র চট্টগ্রাম অঞ্চল`র আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন ও মাউশি`র সহ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,আলোকিত সমাজসেবক,মরহুম আশরফ আলী চৌধুরীর দৌহিত্র শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য প্রবীণ শিক্ষাবিদ অলি উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলম,সহকারী প্রধান শিক্ষক আকতার কামাল চৌধুরী।এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।এ সময় আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন ও সহকারী উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন অডিট অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন ধরণের উন্নয়নমুলক কর্মকান্ডের ফাইল গুলো তদারিকি করেন এবং শিক্ষক শিক্ষিকার কাছ থেকে বিভিন্ন ধরণের ফাইল গুলো মনিটরিং করেন।বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও অবকাঠামোগত উন্নয়নমুলক কাজের ফাইল গুলো সঠিকভাবে উপস্হাপন করতে পারায় মাউশি`র আঞ্চলিক পরিচালক বিদ্যালয়ের সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরী ও সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দদেরকে ধন্যবাদ জানান। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড(মাউশি)`র চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন,এই বিদ্যালয়টি দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বিদ্যালয়।
বিদ্যালয়ের একটা ঐতিহ্য ও সুনাম রয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে এই বিদ্যালয় গুরুত্বপুর্ণ অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়টি সরকারীকরণে অন্তর্ভূক্ত করেছেন। বিশেষ করে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীকে আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন অনেক অনেক ধন্যবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্টানের শুরুতে অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে এক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।