১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

খুরুশকুলে ১৫৬ হাফেজের মাকে রত্নাগর্ভা সম্মাননা


একই পরিবারের তিনজন হাফেজ রয়েছে এমন মাকে ‘রত্নাগর্ভা’ হিসেবে বিবেচনায় নিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। কক্সবাজার ও রামু এলাকার ১৫৬ জন হাফেজে কুরআনের ৫২ জন রতœাগর্ভা মাকে বিরল এ সম্মাননা প্রদান করেন খুরুশকুল রুহুল্লার ডেইল তালিমুল কুরআন মাদরাসা, হিফজখানা ও এতিমখানা। ২৫ মার্চ রবিবার মাদ্রাসার বার্ষিক দ্বীনি মাহফিলে এ সম্মাননা প্রদান করা হয়।
গর্বিত এসব মায়েদের জন্য ক্রেষ্ট ও উপহার সামগ্রী তাদের সন্তানদের হাতে তুলে দেন বিশ্বসেরা হাফেজে কুরআন মোহাম্মদ যাকারিয়া। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, খুরুশকুল ইউপির সাবেক চেয়ারম্যার মাষ্টার আবদুর রহিম, খুরুশকুল ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম কাজল, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক, কক্সবাজার বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন, বদর মোকাম মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ ফরাজী, মক্কা প্রবাসী জাবালুন নুরের শাইখ হাফেজ মাওলানা তৈয়ব তাহের, হাফেজ যাকারিয়ার গর্বিত পিতা হাফেজ মাওলানা ফয়জুল্লাহ, দৈনিক ইনকিলাবের কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক ও ডিসকভার কক্স’র পরিচালক সাংবাদিক আবদুল্লাহ নয়ন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন রুহুল্লার ডেইল তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলী হায়দার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলন, রতœাগর্ভা অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য হাফেজ মোহাম্মদ ফারুক, মাওলানা জয়নাল আবেদীন তৌহিদ, হাফেজ মাওলানা মামুনুর রশীদ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আবদুল আ’লা, হাজি নুরুল ইসলাম, শামসুল আলম, আবদুল জলিল, সৈয়দুল আলম, আবুল খায়ের প্রমুখ।
এডভোকেট আবদুল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ শিল্পী রিয়াদ হায়দার। পরে ঐশীগ্রন্থ আল-কুরআন তিলাওয়াত করেন হাজার হাজার দর্শককে হৃদয় ভরিয়ে দেন বিশ্বসেরা হাফেজে কুরআন বাংলাদেশের অহংকার হাফেজ যাকারিয়া।
অনুষ্ঠানের একাংশ সঞ্চালনা করেন ওয়াপদা জামে মসজিদের খতিব এডভোকেট হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।