২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

খুরুশকুল মনুপাড়ায় গুড়িয়ে দেয়া হয়েছে ইয়াবা সহ মাদক সেবনের অাস্তানা

kuruskul-pic-01
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মনুপাড়ায় ইয়াবা সহ মাদক সেবনের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। ১৫ নভেম্বর বিকাল ৩ টার দিকে খুরুশকুল ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন জসিম ইউপি সদস্য, দফাদার, চকিদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এ অভিযান চালায়। চিহ্নীত কিছু মাদক ব্যবসায়ী ও সেবনকারী মনুপাড়ায় আস্তানা গড়ে নানা অপকর্ম সহ এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছিল। এতে এসব অপকর্ম বন্ধে মনুপাড়ার সর্বস্থরের জনসাধারণের দেয়া স্বারকলীপির পরিপেক্কিতে এ উদ্বোগ নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান-১ মোরশেদ আলম কাজল, সংরক্ষিত মহিলা সদস্য বুলবুল আক্তার, সুফিয়া নুর ও সাজেদা বেগম, ইউপি সদস্য যথাক্রমে- শফিউল আলম, এহতেশামুল হক জওজান, মাখন চন্দ্র দে, জয় বর্ধন দে, মোঃ সোহেল, রিয়াজ উদ্দিন মিনু, আবু মোঃ জাহেদ উদ্দিন চৌং, শেখ কামাল, জেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি শাহজাহান ছিদ্দিকী, খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সরওয়ার আলম, আওয়ামীলীগ নেতা মুফিজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌং, মনুপাড়ার সর্বস্থরের জনসাধারণ, খুরুশকুলের বিভিন্ন এলাকার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, দফাদার ও চকিদাররা।
ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম জানান, ‘মনুপাড়ার সর্বস্থরের জনসাধারণের দেয়া স্বারকলীপির পরিপেক্ষিতে এ অভিযান চালানো হয়। মাদক সেবনের আস্তানা গুড়িয়ে দেয়ার ফলে মনুপাড়ার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে আসে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাদের দাবী, ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।