৮ মে, ২০২৫ | ২৫ বৈশাখ, ১৪৩২ | ৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

খুরুশকুল আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

খুরুশকূলে ৪৪০৯ পরিবারের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি গতকাল শনিবার ওই প্রকল্পের মাটি ভরাটের কাজ, সংযোগ সড়ক ও প্রল্পর আভ্যন্তরীন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে খুরুশকূল আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এসময় আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পটি স্বয়ংসম্পূর্ণ হলে এখানে নির্মিত হবে ৫ তলা বিশিষ্ট ১৩৭টি ভবন ও শেখ হাসিনা টাওয়ার নামে ১০ তলা বিশিষ্ট ১টি সুউচ্চ ভবন। নির্মিত ভবনগুলোতে পুনর্বাসন করা হবে ৪৪০৯টি পরিবারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের লক্ষ্যে বিমান বন্দরটি সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে লক্ষ্যে বিমান বন্দরের আশে পাশের এলাকায় সরকারি খাস জমিতে বসবাসরত বাসিন্দাদের স্থানান্তরের প্রয়োজন হয়।
গতকাল শনিবার ১ জুলাই শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মোঃ আবদুর রহমান, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।