কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় সাইফুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতের স্ত্রী তাসলিমা আক্তার বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এতে হামলাকারী হিসেবে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। আহত সাইফুল ইসলাম উখিয়া উপজেলার পূর্ব বড়বিলের পূর্ব মরিচ্যা গ্রামের বাসিন্দা।
এজাহারে বাদি তাসলিমা দাবী করেন, ১৬ ফেব্রুয়ারী রাতে তাঁর স্বামীসহ আরো ২ জন খরুলিয়ার ঘাট পাড়ার জনৈক মৃত মোহাম্মদ আদুকে দেখে যান। তারা ফিরে আসার সময় ঘাট পাড়ার হাজী ইলিয়াছ মিয়ার বাড়ীর সামনে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কক্সবাজারের মধ্যম বাহারছড়ার হারুন-অর-রশিদ, কলাতলীর সৈকত পাড়ার মো: রফিক, খরুলিয়াল ঘাট পাড়ার জসিম উদ্দিন ও রহিম উদ্দিন শসস্ত্র অবস্থায় পথ আটকে হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে ও লোহার রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে দুর্বৃত্তরা সাইফুলকে অন্ধকারে নিয়ে যায়। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে কিরিচ, লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে সাইফুলের বিভিন্ন স্থানে হাড়ভাঙ্গা ও ফোলা জখম হয়। এসময় আহতের সঙ্গীদের চিৎকারে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা অস্ত্রের ভয় দেখিয়ে শাসিয়ে যায়। পরে মুমুর্ষূ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তর্মানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোন উপায়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতোপূর্বের বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে কয়েকটি মামলা হলো, এসটি-২৫০/২০৯, জিআর ৪৪৬/২০১৬ (রামু থানা), ২৩৭/২০১৬ (রামু থানা), ৫২৭/২০১৬ (কক্সবাজার থানা), ৪৭৮/২০১৫।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।