২১ জুলাই, ২০২৫ | ৬ শ্রাবণ, ১৪৩২ | ২৫ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের

এনজিও বিষয়ক সমন্বয় সভায় হুশিয়ারি-

ক্যাম্পে গোপন সহায়তাকারিদের আইনের আওতায় আনা হবে


নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, নিজদেশে জোরপূবক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। দেশী-বিদেশী এনজিও এবং জাতিসংঘের সাহায্য সংস্থার সহযোগিতায় রোহিঙ্গাদের সহায়তা দেয়া হচ্ছে। এটি সমন্বয় করছে জেলা প্রশাসন। এর বাইরে গিয়ে কেউ গোপনে রোহিঙ্গাদের আর্থিক ও অন্য সহযোগিতা দেয়া বেআইনী। অভিযোগ রয়েছে অনেকে গোপন সহযোগিতার চেষ্টা করছেন। এটি সন্দেহজনক। যারা এমনটি করছেন তাদের প্রতি নজর রাখা হচ্ছে। চোখে পড়লেই তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সকলেই দেশের জন্য এবং মানবতার কল্যাণে কাজ করছি। আশ্রিত মিয়ানমার নাগরিকদের সেবায় এনজিও ব্যুরো অনুমোদিত সংস্থাগুলোকে ক্যাম্পে ব্লক ভাগ করে দেয়া হয়েছে। তাই সবার উচিত নিজ কর্তব্য সুন্দর ও নিয়মমাফিকভাবে সম্পাদন করা। মনে রাখতে হবে রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। তাই শিক্ষিত বেকারদের যোগ্যতানুযায়ী কাজ দেয়া এবং স্থানীয়রা যেন অন্যান্য সুযোগ-সুবিধা পায় সেদিকে সবার সুনজর রাখা দরকার।
সভায় ত্রাণ ও শরনার্থী প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো-র সহকারী পরিচালক সামছুজ্জামান মুন্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন ডা. আবদুস সালাম, সহকারি সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মো. আলমগীর, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ( শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, বিভিন্ন এনজিও-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।