৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

দুই কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

কুতুবদিয়ায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ১ম দিনেই অনুপস্থিত ২১৬

আবুল কাশেম,(কুতুবদিয়া): ১৯ নভেম্বর (রবিবার) থেকে শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত রয়েছে ২১৬ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রাথমিকে ১৪৯ জন এবং ইবতেদায়ীতে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা যায়। উপজেলার ছয় ইউনিয়নের ৬ কেন্দ্রের মধ্যে উত্তর  ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত রয়েছে ৬৭ জন,ধুরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১ জন, লেমশীখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২ জন,কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ৩৭ জন,কুতুবদিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮ জন এবং কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১ জন পরীক্ষার্থী। তবে এসব অনুপস্থিত পরীক্ষার্থীর ব্যপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উমর ফারুক বলেন, উপজেলায় স্থাপিত আনন্দ স্কুলের অধিকাংশ পরীক্ষার্থীর অনুপস্থিতির কারনেই এমন হয়েছে। তিনি আরো জানান, উপজেলার লেমশীখালী কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহতি প্রাপ্ত দুই শিক্ষকের একজন সতরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যজন উত্তর ধুরং এম.রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।