১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩

খুলনা মহানগরীর লবনচরা এলাকায় এক কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে গণধর্ষণের অভিযোগে ছয়জনের নামে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন মামুন সরদার (২২), রাসেল তালুকদার (২৫) ও ধর্ষিতার বান্ধবী মরিয়ম আক্তার (১৮)। পলাতক আসামিরা হলেন আব্দুল হালিম (২০), আল আমিন (১৯), নাইম (১৯)।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গণধর্ষণের মামলা দায়ের হওয়ার পর অভিযুক্ত ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতা ওই কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৬ মার্চ বিকালে কৃষ্ণনগর এলাকার ওই কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী বৈকালী এলাকায় নিয়ে যান তারই বান্ধবী মরিয়ম আক্তার। এরপর বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে না গিয়ে বিলের মধ্য দিয়ে যাওয়ার কথা বলেন মরিয়ম। সন্ধ্যা ৭টার দিকে তারা শাহ জালাল নগর সংলগ্ন বিল এলাকায় পৌঁছান। এ সময় সেখানে থাকা পাঁচ যুবককে দেখে মরিয়ম দৌড়ে পালিয়ে যান। পরে ওই পাঁচ যুবক কিশোরীকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পরে ২৭ মার্চ দিনগত রাত ৩টার দিকে কিশোরীকে ছেড়ে দেওয়া হয়।এরপর কিশোরী বাড়ি ফিরে ঘটনা খুলে বলেন। পরে ওই কিশোরী বাদী হয়ে লবণচরা থানায় ছয়জনের নামে ধর্ষণ মামলা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।