৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

কাল থেকে ২২ দিন বন্ধ ইলিশ ধরা

কক্সবাজারসময় ডেস্কঃ ইলিশ রক্ষায় এবারও প্রধান প্রজনন মৌসুম অক্টোবরের ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মোট ১০০ কিলোমিটার এলাকায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা চলবে।

এ সময় ওই এলাকায় মাছ শিকার, ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে। যদি কেউ এ আইন অমান্য করে তবে তার বিরুদ্ধে জেল-জরিমানার বিধান করেছে সরকার।

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, ‘গত বছর চার লাখ ৯৬ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল। তাই আমরা আশা করছি, এ বছর যদি সম্মিলিতভাবে সরকারের এ নিষেধাজ্ঞা মেনে চলি তাহলে পাঁচ লক্ষাধিক মেট্রিক টন ইলিশ উৎপাদিত হবে।’

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর ইলিশ রক্ষায় সরকার ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ২০ দিন ইলিশ প্রজনন মৌসুম হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু এ বছর তা দুই দিন বাড়িয়ে ২২দিন করা হয়েছে। আর ঋতু পরিবর্তনের কারণে ১ অক্টোবরের পরিবর্তে ৭ অক্টোবর থেকে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।

সূত্র আরও জানায়, চাঁদপুরে ৫১ হাজার ১৯০ জন নিবন্ধিত জেলে রয়েছে। প্রজনন মৌসুমে নদীতে না নামার জন্য তাদেরকে সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে ওই নির্দিষ্ট সময়ে সব জেলেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।’

এ প্রসঙ্গে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, ‘ইলিশ প্রজনন মৌসুমের শতভাগ সফলতা পেতে ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিং করা হয়েছে। এরপরও অভিযান সফল করার জন্য মৎস্য বিভাগ ও জেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা কাজ করবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।