৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২ | ৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

কাঁদছে গণমাধ্যমও

tmp_2120-file-18-744183383

একজন মাহবুবুল হক শাকিল। বয়সের সীমানায় আটকে ছিলেন চল্লিশের ঘরেই। চলে গেছেন না ফেরার দেশে। এমন বয়সে বিদায় নিয়ে এভাবে কাঁদানোর ঘটনা বিরল। শাকিলকে হারিয়ে কাঁদছে স্বজনরা, কাঁদছে গণমাধ্যম, কাঁদছে ফেসবুকও।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফ পারভেজ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘চলে গেলেন আমাদের শাকিল ভাই।’ মাহবুবুল হক শাকিলের বাড়ি ছিল ময়মনসিংহে। আরিফ পারভেজের বাড়ি মেহেরপুরে। আবেগ, বিশ্বাস আর আস্থার জোরেই আরিফের কাছে শাকিল হয়েছেন ‘আমাদের শাকিল ভাই’।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হয়। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম। মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।

প্রধানমন্ত্রীর গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ক্ষমতা আর মর্যাদার প্রশ্নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা সাধারণত বিশেষ পরিচিতি লাভ করেন। কিন্তু প্রধানমন্ত্রীর অতি আস্থাভাজন হওয়ার পরেও শাকিল ছিলেন নির্লোভ, নির্মোহ। তরুণ এই কর্মকর্তা সাংবাদিক মহলেও ছিলেন বিশেষ পরিচিত মুখ।

প্রধানমন্ত্রীর দফতরের যে কোনো বিষয়ে সাংবাদিকদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করতেন তিনি। অন্য কারো সংযোগ পেতে জটিলতা থাকলেও শাকিলকে গভীর রাতেও ফোনে পেতেন সাংবাদিকরা।

তার চলে যাওয়ায় সাংবাদিক মহলেও বইছে শোকের ছায়া। গভীর শোক আর স্মৃতিকথা তুলে ধরে সামাজিক মাধ্যমগুলোতে সাংবাদিকরা পোস্ট দিচ্ছেন তার মৃত্যু সংবাদ শোনার পর থেকেই।

কথা হয় দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক (বিশেষ প্রতিনিধি) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি বলেন, এমন একজন মানুষের মৃত্যু সংবাদ শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। তার এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছি না।

তিনি বলেন, কাজের সুবাদেই শাকিল ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তার সঙ্গে আমরা যে আন্তরিকতা নিয়ে মিশতে পেরেছি, তা অন্যদের বেলায় মেলে না। তিনি সবসময় সাংবাদিকদের সহযোগিতার ভঙ্গিতে দেখতেন। তিনি আমাদের বন্ধু ছিলেন। আমাদের সঙ্গে মন খুলে আড্ডাও দিতেন। যে কোনো সমালোচনা ইতিবাচকভাবে নেয়া ছিল তার আরেকটি গুণ। শাকিল ভাই বিভিন্ন বিষয়ে ব্যাপক পড়াশোনাও করতেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় মারা যান।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি কবি হিসেবেও পরিচিত ছিলেন। গত বইমেলায় ‘মন খারাপের গাড়ি’ শিরোনামে তার একটি কাব্যগ্রন্থ বের হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।