১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

কলাতলী চত্ত্বরে অবৈধ বাস স্ট্যান্ডের বিরুদ্ধে প্রশাসনের এ্যাকশন শুরু

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার পর্যটকদের প্রথম আর্কষণ কলাতলির ডলফিন মোড়ের অবৈধ বাসস্ট্যান্ড ও কাউন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসন এর এ্যাকশন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত দু’দিনসহ আজ শুক্রবার বিকাল পর্যন্ত সর্বমোট তিনদিনে অবৈধ স্ট্যান্ড ও কাউন্টারে বিরুদ্ধে পৃথক পৃথক ৪৯ হাজার টাকা আর্থিক জরিমানা ও ১৪টি মামলা দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রম্যমাণ আদালত। এসময় ওসব অবৈধ স্ট্যান্ড ও কাউন্টার বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। অন্যতায় কাউন্টারগুলোতে শিলগালসহ লাইন পরিচালনাকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে মাইনকিন করে ঘোষণা দেওয়া হয় অভিযানের সময়।

জেলা প্রশাসনের পর্যটন সেল এর দায়িত্বরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম জানান, আজ শুক্রবার বিকাল পর্যটন্ত গত তিন দিনে কলাতলির ডলফিন চত্বর, সাংস্কৃতি কেন্দ্রের আশ-পাশে যে অবৈধ বাস স্ট্যান্ড ও কাউন্টার রয়েছে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এতে স্ট্যার লাইন কাউন্টার ও অন্যন্য অবৈধ সার্ভিসসহ এর বিরুদ্ধে ৪৯ হাজার টাকা আর্থিক জরিমানা এবং অবৈধ র্পাকিং ড্রাইভিং লাইন্সে না থাকায় বিভিন্ন যানবাহনকে ১৪টি মামলা দেওয়া হয়েছে। এসময় ভ্রাম্যমান আদলতের অভিযান টের পেয়ে অবৈধ লাইন পরিচালনাকারী অনেকেই পালিয়ে যায়। তবে জীপট্যুরিস্ট মিনিকার সার্ভিস ও দোয়েল সার্ভিসহ অন্যান্য যে সার্ভিসগুলো মেরিন ড্রাইভে অবৈধভাবে চলাচল করছে এসব অবৈধ বাসস্ট্যান্ড ও কাউন্টার বন্ধের নির্দেশ দেয়। যদি বন্ধ না করে তাহলে ঐ কাউন্টারগুলো শিলগালা করে দেওয়া হবে। পাশাপাশি লাইন পরিচালনাকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে বলেও জানান।

কক্সবাজার ট্রাফিক বিভাগ সুত্রে জানাগেছে গত কয়েকদিনে কলাতলিতে বিভিন্ন অবৈধ যানবহান ও চালকদের বিরুদ্ধে ৭৩ টি মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি ঐ স্থানে “জীপট্যুরিস্ট মিনিকার সার্ভিসসহ অন্যান্য অবৈধ সার্ভিস ও স্ট্যান্ড রয়েছে তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। অন্যতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

কক্সবাজার (পর্যটন সেল এর দায়িত্বরত) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ শাজাহান আলি বলেন, “কক্সবাজার পর্যটকদের প্রথম আকর্ষণ ডলফিন চত্ত¡রটি অবৈধ বাস স্ট্যান্ড ও কাউন্টারের কারণে পর্যটকসহ স্থানীয়দের নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া ঝুপড়ি ভাসমান দোকান, অবৈধ বাসস্ট্যান্ড ও কাউন্টারের কারণে শ্রীহিন হয়ে পড়েছে এবং সেখানে চুরি-ছিতানতাই, পতিাতা ও বকাটদের উৎপাতও বৃদ্ধি পেয়েছে। এতে অনেকসময় পর্যটকরা হয়রানির শিকার হচ্ছে। তাই এ গুরুত্বপূর্ণ চত্ত¡রটি দখলমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ এর মাধ্যমে শোভাবর্ধন ও পর্যটকবান্ধ করার একটি প্ল্যান হাতে নিয়েছেন জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা। পাশাপাশি অবৈধ বাসস্ট্যান্ডগুলোকে ঘিরে যে চাঁদাবাজি হচ্ছে তাও বন্ধ হয়ে যাবে। এছাড়া সেখানে গত বৃস্পতিবার আমিসহ অন্যান্য সংশ্লিষ্টরা গিয়ে এ অবৈধ বাসস্ট্যান্ড ও কাউন্টার সরানোর নির্দেশ দিয়ে এসেছি”।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জনান, কলাতলির ডলফিন চত্ত¡রসহ হোটেল-মোটেল জোনে যে অবৈধ বাসস্ট্যান্ড ও কাউন্টার খুলা হয়েছে সে পরিবন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগনগত ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যটন্ত টার্মিনাল থেকে কোন যাত্রীবাহি বাস শহরে প্রবেশ করতে পারবে না।

উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে উপরে উল্লেখিত অবৈধ বাস স্ট্যান্ড ও কাউন্টারের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া মাধ্যমে তথ্যবহুল সংবাদ পরিবেশন হলে, টনক নড়ে সংশ্লিষ্ট প্রশাসনের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।