
পলাশ বড়ুয়া:
কক্সবাজারে ৮৫টি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) হলরুমে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এসব চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নূরুল আবছার।
তিনি বলেন, শান্তি, সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত। আর সম্প্রীতির উন্নয়নে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শুরু থেকে প্রশসংনীয় কাজ করে আসছে। দেশের প্রতিটি নাগরিকের উচিত মানুষের কল্যাণে চিন্তা করা। কারণ আমরা প্রত্যেকেই মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
এর পরে বাঙালি হিসেবে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। অন্যথায় কাঙ্খিত উন্নয়ন ব্যাহত হবে।
এ সময় তিনি, কক্সবাজার শহরকে পর্যটক বান্ধব করে তুলতে বিশেষ প্রজেক্ট পরিকল্পনা ও বাস্তবায়নের কথাও তুলে ধরেন।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া জানিয়েছেন, এবার কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আবেদীত ৮৫ টি বৌদ্ধ বিহারে সাড়ে ১৬ লাখ টাকা বিতরণ করা হয়। স্ব-স্ব বিহারের পক্ষে দায়িত্বশীল প্রতিনিধিরা এসব চেক গ্রহণ করেন।
এ সময় সুপ্ত ভূষণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হচ্ছে। তাই তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া, ট্রাস্টি মিসেস ববিতা বড়ুয়া, বাফুফে সদস্য বিজন বড়ুয়া, জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট অনুপম বড়ুয়া অপু, সম্প্রীতি কক্সবাজারের সভাপতি অমর বিন্দু বড়ুয়া। শুরুতে মঙ্গলাচরণ করেন সৌরবোধি ভিক্ষু।
 
			


 
									
			 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।